খোকা এবার পুজোয় আসবি বাড়ী?
পুজো এবার নেই কো দেরী।
গেল বছর সেই যে এলি…
শুধু ঘন্টা দুয়েক থেকে গেলি
বৌমা রইল তার বাপের বাড়ী
আমার মন তো আজও… ভারী।
নাতির সুখ তো নেই কো মনে…
দিন নয়, মাস নয়, মন এখন বছর গোনে।
আয়না একটু সময় করে…
মন আমার যে গুমরে মরে।।
একা আমি আগলে বাড়ী,
তোদের বিদেশ বিভূঁই পাড়ি
(তোদের) ঝা চকচকে জীবনে হাসি
তোর খুশীতেই আমার খুশী,
তবুও পুজো কালের দিনে –
খোকা, তোদের বড্ড পড়ছে মনে।।
আকাশে রোদ মিঠে ও কড়া
রিমঝিম সাথে বৃষ্টি পড়া,
সেই কুমোর পাড়ায় ঠাকুর গড়া।
রোজ স্কুল ফেরত তোর সেখানে যাওয়া
দেরিতে বাড়ী ফেরা আর বকা খাওয়া,
মনে কি তোর পড়ছে খানিক
এবার পুজোয় আয়না মানিক।।
নিমকি, নাড়ু, মুড়ির মোয়া
এবার পাক দিয়েছি কড়াকড়া…
ঠিক যেমন তোর ছিল দাবী…
বলনা খোকা আর কি কি খাবি??
ওদেশে তো পাস না এসব কিছু,
সেই ছোট্ট বেলায় নিতিস আমার পিছু।
কত দিতুম… পেট ভরতো না তাও।
এখন বলবি কি “মা… আর দুটো দাও”??
মন্ডপে ঐ বাঁশ পড়েছে
শিউলি গাছেও ফুল ধরেছে
নদীরধারে কাশের দোলা
পদ্ম শালুকে দীঘি ভরা
মেলায় এবার সেই ইলেকট্রিক ঝুলা
নতুন জুতো জামা পড়ে
মেলায় যেতিস মায়ের হাত ধরে।
অনেক পুজোই দিলি ফাঁকি
কটা দিন আর আমার বাকি
শেষের সেদিন নাই বা এলি
দূর থেকে না হয় প্রণাম দিলি।
অবুঝ আমার মানে না এ মন
শুধু এবার আয়না তিনজন
বছর বছর নতুন শাড়ী
দেরাজে সব জমছে ভারী
চাইনা আমার গাড়ী বাড়ী
বলনা খোকা এবার পুজোয় আসবি বাড়ী।।